শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

সোনারগাঁয়েও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১.৫১ পিএম
  • ৫ বার পঠিত

খবর ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ‘বাঘ বাটোয়ারা’ ও স্থানীয় একটি কোম্পানির কাজের দখল নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা আব্দুর রউফ ও তাঁর আপন ভাই বিএনপি নেতা আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার ও জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিলে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় আব্দুল জলিলপন্থীরা আব্দুর রউফের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। অপরদিকে রউফপন্থীদের বিরুদ্ধেও জলিলপন্থীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আব্দুর রউফ পরিকল্পিতভাবে কিছু পালিয়ে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের আশ্রয়-প্রতিশ্রুতি দিয়ে এলাকায় এনে প্রতিপক্ষের ওপর হামলা চালান। অপরদিকে, আব্দুর রউফ পক্ষ থেকে অভিযোগ করা হয়, জলিলপন্থীরা জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

সংঘর্ষে চারটি ঘরে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

© All rights reserved  2024সোনারগাঁও খবর
Maintenance hostever.com