শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

আড়াইহাজারে কিটনাশক খেয় গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১.০৭ এএম
  • ৪ বার পঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কেরির বড়ি (কিটনাশক) খেয়ে আত্মহত্যা করেছেন নাজমা বেগম (৪০) নামের এক গৃহবধূ। শুক্রবার বিকাল আনুমানিক ৬টার দিকে দুপ্তারা ইউনিয়নের গির্দ্দা নতুন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম গির্দ্দা নতুন বাজার এলাকার এমরান হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে নিজ বসতঘরে কেরির বড়ি সেবন করেন নাজমা বেগম। এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

© All rights reserved  2024সোনারগাঁও খবর
Maintenance hostever.com