সোনারগাঁও খবর ডটকম :
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনের যে ৩১ দফা ঘোষণা করছেন সেই ৩১ দফা হচ্ছে বাংলার মানুষের জন্য শান্তি সুখের রূপরেখা।
মানুষের কর্মসংস্থান, নিরাপত্তা বিধান ও পরিবেশ রক্ষাসহ যেসহ দফা ঘোষণা করা হয়েছে সে দফাগুলো সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার কাজ করছি আমরা।
৩১ দফার শেষ দফায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে। পরিবেশ রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।
বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন এর সনমান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাস্ট্র কাঠামো গঠনের ৩১ তম দফার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম,সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন প্রধান, মোহাম্মদ আমিরুল ইসলাম,মোহাম্মদ রুবেল,উসমান গনি, মোহাম্মদ শুভ,জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুর, সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মিসকাত হোসেন প্রমুখ