শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি শওকত গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২.৪৩ পিএম
  • ২ বার পঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন, শওকত আলী (৫০)।সে উপজেলার দয়াকান্দা এলাকার মৃত রোশন আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মাদক কারবারি শওকতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।দয়াকান্দা এলাকায় সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকের ৮-১০ টি মামলা রয়েছে।

দয়াকান্দা এলাকার শমসের আলী জানান, এর আগেও শওকতসহ চিহ্নিত বেশ কিছু মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে তারা জেল থেকে বেরিয়ে আসে। তারপর আবারও মাদকের সেই পুরনো ব্যবসা শুরু করে। এলাকার যুবসমাজ এই মাদকের ভয়াল নেশায় আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা যোগাড় করতে প্রায় সময়ই তারা চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি শওকতকে শনিবার (৮ নভেম্বর) সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে। আড়াইহাজারকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

© All rights reserved  2024সোনারগাঁও খবর
Maintenance hostever.com