আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে গনপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ও ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত সোহেলে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। সে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২-১৩ টি মামলা ছিল।
স্থানীয় এলাকাবাসী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবারো চাঁদাবাজি শুরু করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোহেলকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় হাজার হাজার লোক রাস্তায় নেমে এসে গনপিটুনি দেয়।