শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আড়াইহাজারে ভাবী ও ভাতিজা হত্যায় দেবরের ফাঁসি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪.৪৩ পিএম
  • ৭ বার পঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদেককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সাদিকুর ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এরপর ঘুমন্ত অবস্থায় থাকা রাজিয়ার আট বছর বয়সী ছেলে তালহাকেও হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা উদঘাটন করে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলায় সাদিকুর রহমানকে ফাঁসির আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানান, “দুইজনকে হত্যার দায়ে আদালত আজ সাদিকুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

© All rights reserved  2024সোনারগাঁও খবর
Maintenance hostever.com