সোনারগাঁও খবর ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল সোনারগাঁও উপজেলা মডেল মসজিদের হল রুমে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যােগে আয়োজিত ইফতার মাহফিলর সোনারগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা ডক্টর মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, সহ-সেক্রেটারি মোঃ আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম, দেওয়ান মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা উত্তর এর আমির মোঃ ইসহাক মিয়া, সোনারগাঁও উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মোঃ রুহুল আমীন।
এসময় প্রধান অতিথির বলেন, সঠিক সংবাদ প্রকাশ করায় সোনারগাঁওয়ে যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও রাজনৈতিক মামলা হয়েছে এমন সাংবাদিকদের মামলার দায়িত্বভার আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রহণ করল। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ও সঠিক সংবাদ প্রকাশে কখনো আপোষ করবে না এটা আমরা বিশ্বাস করি। সাংবাদিকরা সমাজের দর্পন ও আয়না। এদের থেমে গেলে চলবে না। সোনারগাঁওয়ে এখন কারা কারা চাঁদাবাজী, দখলবাজী, সন্ত্রাসী কার্যক্রম, ভূমিদস্যুতা ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম পরিচালনা করছে তাদের মুখোশ উম্মোচন করতে হবে। সত্য প্রকাশে কারো সাথে আপোষ করা যাবে না।