ডেস্ক রিপোর্ট :
কুমিল্লা-০২ হোমনা-মেঘনা আসন পুনর্বহালের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা উপজেলার ভাটেররচর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। আসন পুনর্বহালের দাবির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচির পর প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
জানা গেছে, গত ৩০ জুলাই আসন পুনর্বিন্যাসের খসড়ায় হোমনা ও তিতাস উপজেলা একত্রিত করে কুমিল্লা-২ আসন ঘোষণা করা হয়। এই খসড়া প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনে আবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ। আগামী ২৪ আগস্ট এই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এর আগে নির্বাচন কমিশন ঘোষিত আসন পুনর্বিন্যাসের খসড়ায় কুমিল্লা-০১ দাউদকান্দি-মেঘনা ও কুমিল্লা-০২ হোমনা-তিতাস ঘোষণা করা হয়। এই খসড়াকে প্রত্যাখ্যান করে হোমনা ও মেঘনা উপজেলা মিলে কুমিল্লা দুই আসন ঘোষণা করার জন্য দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা উপজেলার ভাটেরচরে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসড়ক অবরোধ করে হোমনা ও মেঘনা উপজেলার স্থানীয় বাসিন্দারা।
নাগরিক সমাজ প্রতিনিধি মহসিন ভুইয়া বলেন, ‘ভৌগলিকভাবেও হোমনা থেকে মেঘনার জন্ম। হোমনার সাথে মেঘনার যোগাযোগ ও আইনশৃঙ্খলা অবকাঠামো সম্পৃক্ত। এছাড়া যোগাযোগ ব্যবস্থায়ও হোমনা ও মেঘনা দুই উপজেলা খুব ভালোভাবে সংযুক্ত। দাউদকান্দি ও তিতাসের সাথে মেঘনা ও হোমনা উপজেলার সঞ্চালনশীল যোগাযোগ ব্যবস্থা তেমন একটা নেই। তাই দাউদকান্দি ও মেঘনা আসন করা অযৌক্তিক। তাই আমাদের দাবি, আমাদের কুমিল্লা-০২ হোমনা-মেঘনা আসন পুনর্বহাল থাকবে।’
নাগরিক সমাজ নেত্রী ফাতেমা আক্তার হেনা বলেন, ‘আমাদেরকে এর আগেও বিচ্ছিন্ন করে বঞ্চিত করা হয়েছে। হোমনা-মেঘনা দুটি পাশাপাশি উপজেলা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ সামাজিক ও রাজনৈতিক আদান-প্রদানে এই দুই উপজেলা সবসময় একসাথে ছিল। এখন যদি আবারও এই উপজেলাকে বিচ্ছিন্ন করা হয়, তাহলে এইখানকার ভোটাররা নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে। হোমনা ও মেঘনা দুই উপজেলাকে একত্রিত করে কুমিল্লা দুই আসন করা যৌক্তিক বলে দাবি জানাই।’
মানববন্ধনে কর্মসূচিতে আরও অংশ নেন- হোমনা-মেঘনা নাগরিক সমাজ নেতা আবদুল অদুদ মুন্সী, আজহারুল হক শাহিন, আলহাজ্ব মহিউদ্দিন, মোজাম্মেল হক মুকুল, সানাউল্যা সরকার, ফাতেমা আক্তার হেনাসহ হাজারো মানুষ।
এর আগে বুধবার সন্ধ্যায় কুমিল্লা-০৯ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় মশাল মিছিল করে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড বিএনপি।