সোনারগাঁও খবর ডটকম :
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, আগে নির্বাচন নাকি আগে সংস্কার এ বিতর্ক বাদ দিয়ে আগে দেশের মানুষকে বাঁচাতে জরুরি । দ্রব্যমূলের ঊর্ধ্ব গতিতে মানুষ এখন
দিশাহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে হবে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হবে অন্যথায় সংস্কার ও নির্বাচন দিয়ে জনগণের কোন লাভ হবে না।
গতকাল সোমবার বিকেলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠক শেষে ওই এলাকায় বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিতরণ করা হয়।
বৈদ্যেরবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল আরো বলেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে তাই দ্রব্যমূল্য ও আইনশৃঙখলা নিয়ন্ত্রণের পাশাপাশি নির্বাচনের দিকেও এগোতে হবে।
প্রবীণ বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লা সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আখতারুজ্জামান মোল্লা, রাব্বি মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু প্রমুখ।