শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ আহত ১৫ নারায়ণগঞ্জে সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন   মইনীয়া যুব ফোরামের কমিটি গঠন সালেক সভাপতি কাউসার সওদাগর সাধারণ সম্পাদক আড়াইহাজারে ২ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ সাবেক মেয়র আইভীকে হাকোর্ট ৫ মামলায় জামিন দিয়েছে চূড়ান্ত মনোনয়ন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে: পারভিন আক্তার আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি শওকত গ্রেপ্তার আড়াইহাজারে কিটনাশক খেয় গৃহবধূর আত্মহত্যা আড়াইহাজারে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁয়েও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন  

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮.২০ পিএম
  • ৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১:০০ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সুজন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের নেতৃত্বে ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করা হয়| শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুর মাঠ এলাকায় রূপসী বাংলা কনভেনশন হলে গিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক আশু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা শুরু হয়।  

আলোচনা সভায় উপস্থিত থেকে বিভিন্ন নাগরিক সমস্যা এবং সমস্যার সমাধানের জন্য প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন সুজন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম আর হায়দার রানা ও এডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সহ-সম্পাদক সাবিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু , প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু, কার্য নির্বাহী সদস্য জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফররুখ আহমেদ খসরু, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট আহম্মেদ শরীফ পারভেজ, এড. নয়নী রানী সাহা, মো. আবু সাঈদ, মো. আল আমিন আলী, মো. নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুইয়া, মো. জিয়াউর রহমান ও মজিবুর রহমান I

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্যে অংশগ্রহণ করেন প্রবীণ নাগরিকদের নিয়ে গঠিত সংগঠন ৫০ কফি হাউজ শেষ বেলার প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদকর্মী মো. শাহ আলম, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আহ্বায়ক শফিকুল ইসলাম আরজু, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কাজী আনিসুর রহমান হীরা, সৃষ্টি গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার নির্বাহী সভাপতি মো. আসাব উদ্দিন, মায়ের আঁচল সাহিত্য ও সামাজিক পরিষদের প্রতিষ্ঠাতা ও দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি মো. হারুনুর রশিদ সাগর প্রমুখ। 

এ ছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, রাকিবুল ইফতি, আজমাত মৃধা, হারুনুর রশিদ ও মিজানুর রহমান সুমন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতি, নগরীর যানজট সমস্যা, মাদকের সমস্যা, ফুটপাত দখল করে ব্যবসা, পরিবেশ দূষণসহ সরকারের বিভিন্ন দপ্তরে নাগরিকদের সেবা পেতে ভোগান্তির শিকার হওয়া ইত্যাদি নাগরিক সমস্যার সমাধান করতে সুজনের অগ্রণী ভূমিকা পালন করার বিষয়ে আলোকপাত করেন।

আলোচনা সভায় উপস্থিত সকলেই সুজন কর্তৃক প্রদত্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার নিমিত্তে লিখিতভাবে প্রত্যেকে তিনটি করে প্রস্তাবনা লিখে দেন|  

আলোচনা সভার শেষে কেক কাটার মাধ্যমে সকলে সুজনের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নারায়ণগঞ্জ জেলা সুজনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

© All rights reserved  2024সোনারগাঁও খবর
Maintenance hostever.com