আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আড়াইহাজারে অটোচালক ও যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় জনতা ধাওয়া করে দুইজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতেপুর ইউনিয়নের সানকুইক জুস ফ্যাক্টরির দক্ষিণে কল্যান্দী সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা হলেন- সোহেল রানা (৩২) এবং শরীফ মিয়া (৩৫)। পালিয়ে যাওয়া দুই জন ছিনতাইকারী হানিফা (২৯) ও বাদল (৩২)।
উল্লিখিত সড়কে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী গতিরোধ করলে চালক ও যাত্রীদের চিৎকারে কালিরহাট বাজারের লোকজন এসে তাদের ২ জনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সোহেল রানা ও শরীফ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ঘটনায় অটোরিকশা চালক মো. হানিফ বাদী হয়ে থানায় চার জনের নামে মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”