সোনারগাঁওয়ে ১৩ দিন ধরে মানসিক প্রতিবন্ধী নিখোঁজ
সোনারগাঁও খবর ডটকম : নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে কুলসুম (৬২) নামের এক মানসিক প্রতিবন্ধী গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। প্রতিবন্ধী কুলসুম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত সায়েদ আলীর।
নিখোঁজ প্রতিবন্ধী কুলসুমকে তার আত্নীয় স্বজনদের বাড়িত খোঁজাখুঁজি করে সন্ধ্যান না পেয়ে তার বোন তাজিনুর গত ২২ ডিসেম্বর সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার নং ১১৪৪।
তাজিনুর সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, আমার মানসিক প্রতিবন্ধী বোন আমার সাথে বন্দর উপজেলার নবীগঞ্জ ইউনিয়নের ২৪ নং ওয়ার্ডে থাকতেন। মাঝেমাঝে বাবার বাড়িতে আসতেন। গত ১৪ -১২-২৪ তারিখে আমার বাবার বাড়ি থেকে নবীগঞ্জ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বাহির হয়। এখন পর্যন্ত তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। যদি কোন স্ব হ্নদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেয়ে থাকেন ০১৯৬৯৫২৬৮৮৬ নম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।