স্টাফ রিপোর্টার :
জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলা তুল নিতে বাদীকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে আসামি ও তাদের লোক জনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার হোমনা উপজেলা ৩নং দুলাল পুর ইউনিয়নের ঝগরারচর এলাকায়।এঘটনায় মামলার বদী এ কে এম আফাজ উদ্দিন আহমেদ গত ৫ মে ২০২৫ হোমনা থানায় আরো একটি সাধারন ডায়েরি করেছেন মোতালিব গং দের বিরুদ্ধে।
মামলার এজাহারে ও সাধারন ডায়েরিতে উল্লেখ, কুমিল্লা জেলার হোমনা উপজেলার ৩নং দুলার পুর ইউনিয়নের ঝগরাচর গ্রামের মৃত আফাজ উদ্দিন আহমেদের ছেলে এ কে এম মোসলেহ উদ্দিন আহমেদ তার জায়গায় ফুলবাড়িয়া আফাজ উদ্দিন মেমোরিয়াল মাদ্রাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান দির্ঘ দিন ধরে পরিচালনা করে আসছেন।
একই গ্রামের মৃত হাজী কদম আলীর ছেলে মো: মাতালিব মিয়া ও তার ছেলে হযরত আলী মাদ্রাসাটির ক্ষতি সাধনের জন্য মাদ্রাসার পাশের জমি থেকে সীমানা ঘেঁষে গর্ত করে মাটি কেটে নিযে যায়। জার ফলে হুমকির মুখে পরার আশংকায় মাটি কাটতে বাধা দেয়। এক পর্যায়ে গাছপালাও কেটে নেয়। এতে বাধা দেয়ায় মোতালিিয়া ও তার ছেলে হযরত আলী সহ আরো ৭/৮ জন এ কে এম মোসলেহ উদ্দিনকে মার ধরে করেন। মামলার বাদীকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের ঘটনায় গত ৩০-০৩-২০২৪ ইং তারিখে হোমনা থানায় মোতালিব, হযরত আলী সহ ৭/৮ জনকে অজ্ঞাত অসামী করে একটি নন এফআইআর মামরা দায়ের করেন মামলা নং ২৪। এর পুর্বে ১১ -০৩ -২৪ তারিখে সাধারন ডায়েরী করেন যার নং ৪৩২।
এ বিষয় মালার বাদী মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, মামলা তুলে নিতে আমাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে আসামী মোতালেব গং।