সোনারগাঁও খবর ডটকম :
মুন্সিগঞ্জের গজারিয়ার চর বলাকি এলাকার মেঘনা নদী থেকে প্রবীন সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকার কর্মরত ছিলেন।
শুক্রবার দুপুরে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গজারিয়ার কলাগাছিয়া নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ নাম-পরিচয় নিশ্চিত হতে না পারলেও ধারণা করা হচ্ছে মরদেহটি প্রবীন সাংবাদিক বিভুরঞ্জন সরকারের।
কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা সনাক্ত করার পরে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।